কালের স্বাক্ষী বহনকারী নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো দূর্গাপুর ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ দূর্গাপুর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম – ১১ নং দূর্গাপুর ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ২১ (বর্গ কিঃ মিঃ) ১১৩৮ হেক্টর মিঃ ।
গ) লোকসংখ্যা – ৩৯৯৪১ জন (প্রায়) (পুরুষ-১৯১৮৩ + মহিলা-২০৭৫৮)
ঘ) গ্রামের সংখ্যা – ০৩ টি(দুর্গাপুর,রাজাপুর,লক্ষীনারায়নপুর)।
ঙ) মৌজার সংখ্যা – ৩ টি।
চ) হাট/বাজার সংখ্যা -৩ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।
জ) শিক্ষার হার – ৬৫% । (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয় - ১০টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৭টি,
উচ্চ বিদ্যালয়ঃ ২টি,
মাদ্রাসা- ২টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান – জনাব আবদুল জলিল চৌধুরী
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।
ট) মসজিদঃ ৩৯ টি,জুমআ ৩৪, জুমা ছাড়া-০৫টি ।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৬/১০/২০০৬ ইং ।
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ১১ /০৬ /২০১১ইং
২) প্রথম সভার তারিখ – ১২/০৬/২০১১ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২৭/০৭/২০১৬ইং
ঢ) ডাকঘর - ০১ টি
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।
৪) ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা - ০২
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস